Autism & Neuro-Development Diseases

ডিসলেক্সিয়া হল একটি লার্নিং ডিসঅর্ডার, ডিসলেক্সিয়ার লক্ষণ, হবার কারণ এবং চিকিৎসা কি ? ( Md.Ashadujjaman Mondol, Clinical Psychologist )

NeuroGen

NeuroGen

03 Apr 2024

🟥 ডিসলেক্সিয়াঃ

 

  • মানুষের মাঝে কয়েক ধরনের লার্নিং জনিত সমস্যা দেখা যায়। যেমন- Dyslexia, Dyscalculia, Dysgraphia, and Dyspraxia। এদের মধ্যে ডিসলেক্সিয়া অনেক বেশি দেখা যায়।

  • ডিসলেক্সিয়া হল একটি লার্নিং ডিসঅর্ডার যেখানে একটি শিশুর বুদ্ধি ভাল থাকার পরেও তার অক্ষর বা শব্দ শনাক্ত বা চিহিত করতে সমস্যা হয় অথবা অক্ষর এবং শব্দের উচ্চারন করতে সমস্যা হয় অথবা অক্ষর ও শব্দ কি ভাবে সম্পর্কযুক্ত তা শিখতে বা পড়তে অসুবিধা হয়। এটিকে পড়ার অক্ষমতাও বলা হয়।

  • ডিসলেক্সিয়া মানুষের মস্তিষ্কের ভাষা প্রক্রিয়া বিভিন্ন অংশের সাথে সম্পর্কিত পৃথক পার্থক্যের ফলাফল যা ভাষা প্রক্রিয়া করে।

  • ডিসলেক্সিয়া কিন্তু বুদ্ধিমত্তা, শ্রবণশক্তি বা দৃষ্টিশক্তির সমস্যার কারণে হয় না।

  • ডিসলেক্সিয়ায় আক্রান্ত বেশিরভাগ শিশু টিউটরিং বা একটি বিশেষ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে স্কুলে সফল হতে পারে। এক্ষেত্রে মানসিক সমর্থনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • যদিও ডিসলেক্সিয়ার সম্পূর্ণ ভাল হয় না তবে, early assessment and intervention দিলে অনেক ক্ষেত্রে ভাল ফলাফল পাওয়া যায়।

 

🟥 ডিসলেক্সিয়ার লক্ষণ:

 

শিশুর ডিসলেক্সিয়ার লক্ষণ আছে কি না তা স্কুলে প্রবেশের আগে শনাক্ত করা কঠিন হয়ে যায়। কিন্তু কিছু প্রাথমিক লক্ষণ থেকে কিছুটা বুঝা যায় শিশুর মধ্যে সমস্যা আছে কি না।

Before school

  • দেরিতে কথা বলা

  • ধীরে ধীরে নতুন শব্দ শেখা বা নতুন শব্দ শিখতে দেরি হওয়া ।

  • সঠিক ভাবে শব্দ গঠনে সমস্যা, যেমন শব্দের বিপরীত শব্দ বা confusing words যা একই রকম শোনায় বুঝতে সমস্যা হয়।

  • অক্ষর, সংখ্যা এবং রং মনে রাখতে পারে না বা ভুল করে বা নামকরণে সমস্যা হয়।যেমন- লাল কে নীল, হলুদ কে সবুজ, গোলাপি কে লাল ইত্যাদি বলে থাকে অথবা ৭ কে ৩, ৪ কে ৮, ২ কে ৫ অথবা p কে q, c কে e, b কে d ইত্যাদি বলে থাকে।

  • নার্সারি রাইম শিখতে বা ছড়ার খেলা খেলতে অসুবিধা হয়।

 

School age

  • শিশুর যে বয়স সে বয়সের লেখা পড়া কম পারে বা বুঝতে সমস্যা হয় অথবা তার বয়সের নিচের ক্লাসের পড়া ভাল পারে। এই সব শিশুরা নিচের ক্লাসে ভাল থাকে কিন্তু উপরের ক্লাসে উঠার সাথে সাথে পড়ালেখায় খারাপ করে বা বুঝতে সমস্যা হয়।

  • ক্লাসে যা পড়ায় বা লেখায় বা শোনে তা প্রক্রিয়াকরণ এবং বুঝতে (processing and understanding) সমস্যা হয়। যেমন- এই শিশুরা ক্লাসের Home Work উঠিয়ে নিয়ে আসতে পারে না বা ক্লাসে যা পড়ায় তা বাসায় এসে বলতে পারে না।

  • সঠিক শব্দ খুঁজে পেতে বা প্রশ্নের উত্তর দিতে বা লিখতে পারে না বা অসুবিধা হয়। যেমন- শিশুর পরীক্ষায় সব প্রশ্ন জানে বা তাকে পড়ানো হয়েছে কিন্তু সে পরীক্ষায় সঠিক উত্তর লিখতে পারে না বা ভুল উত্তর লিখে বা পরীক্ষায় প্রশ্ন বুঝতে পারে না, চুপচাপ ক্লাসে বসে থাকে।

  • জিনিসের ক্রম মনে রাখতে সমস্যা হয় যেমন -সপ্তাহের নাম, মাসের নাম, সংখ্যার ক্রম বুঝতে সমস্যা হয় ইত্যাদি। যেমন- শিশুকে যদি বলা হয় শনিবারের ৩ দিন পরে কি বার হয় বা শনিবারের দুই দিন আগের দিন কি বার হয় তাহলে আর বলতে পারে না বা ভুল উত্তর দেয়।  

  • অক্ষর এবং শব্দের মিল এবং পার্থক্য দেখতে বা বুঝতে পারে (এবং মাঝে মাঝে শোনার) সমস্যা হয় যেমন- p-q, c-e, b-d ইত্যাদি। বা অনেক সময় এইগুলো উল্টো করে লিখে।

  • অপরিচিত শব্দের উচ্চারণ করতে সমস্যা হয়।

  • অনেক সময় শব্দের বানান করে সমস্যা হয়। যেমন- bad কে dad, cat কে eat লিখে।

  • পড়া বা লেখার সাথে জড়িত কাজগুলি সম্পূর্ণ করতে অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ব্যয় করে। যেমন- লিখা শেষ করতে পারে না, অনেক ধিরে লিখে, পরীক্ষায় সময় শেষ হয় যায় কিন্তু লেখা শেষ করতে পারে না ।

  • পড়ালেখা সম্পর্কিত কার্যকলাপ এড়িয়ে চলে। যেমন- কঠিন পড়া আসলে চুপচাপ বসে থাকে বা বার বার চেয়ার থেকে উঠে যায়।

  • নাম বা শব্দের ভুল উচ্চারণ করতে সমস্যা হয় বা ভুলে যায় বা মনে রাখতে পারে না। যেমন, শিশুকে একটি বিষয় শিখানর কিছুদিন পরে জিজ্ঞাসা করলে বলতে পারে না।

  • গল্পের summarizing করতে সমস্যা হয়।

  • গাণিতিক সমস্যা হয়। যেমন- যোগ বিয়োগ, গুন, ভাগ, গণনা করে পারে না, টাকা পয়সা চিনতে পারে না বা হিসাব করতে সমস্যা হয়।

 

🟥 কখন ডাক্তার দেখাবেন ?

 

বেশিরভাগ শিশুর ক্ষেত্রে কিন্ডারগার্টেন বা প্রথম শ্রেণিতে পড়ার সময় ডিসলেক্সিয়ায় সমস্যা দেখা দেয়। আপনার সন্তানের পড়ার মাত্রা তার বয়সের জন্য প্রত্যাশিত মানের চেয়ে নিচে থাকলে বা ডিসলেক্সিয়ার অন্যান্য লক্ষণ প্রকাশ করলে সাথে সাথেই শিশু নিউরোলজি ডক্টর অথবা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করুণ।  

 

🟥 ডিসলেক্সিয়া হবার কারণ:

 

১। মস্তিষ্কের যে অংশগুলি লেখাপড়া সাথে সম্পর্কিত সেখানে সমস্যার কারণে ডিসলেক্সিয়া হতে পারে।

২। পরিবারে অন্য কারো ডিসলেক্সিয়া থাকলে পরবর্তী বংশধের মধ্যে দেখা দিতে পারে। 

৩। ডিসলেক্সিয়া কিছু জিনের সাথে যুক্ত বলে মনে হয় যা ব্রেনের পড়া এবং ভাষা প্রক্রিয়াকে প্রভাবিত করে।

 

🟥 Treatment/চিকিৎসাঃ

 

প্রাথমিক সনাক্তকরণ এবং মূল্যায়ন

Educational techniques শিক্ষাগত কৌশল

Individual education plan/ ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা

-----------------------------------------------------------------

- Md.Ashadujjaman Mondol
Clinical Psychologist
NeuroGen Healthcare
MPhil Researcher
Department of Clinical Psychology
University of Dhaka
 
---------------------------------------
 
NeuroGen Healthcare
www.neurogenbd.com
Phone: 01787662575
-------------------------------------------------------
Eastern Dolan, Level - 4 ( 3rd Floor ),
152/2-H,Bir Uttam Kazi Nuruzzaman Sarak,
West Panthapath,Green Road,
Dhaka - 1205, Bangladesh

Related Blogs

নিউরোজেন হেলথকেয়ার অন্তর্ভুক্ত জেনেটিক অ্যান্ড জিনোমিক মেডিসিন সেন্টার (𝐆𝐆𝐌C)-এর 𝟐𝟎𝟐𝟑 সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।

নিউরোজেন হেলথকেয়ার অন্তর্ভুক্ত জেনেটিক অ্যান্ড জিনোমিক মেডিসিন সেন্টার (𝐆𝐆𝐌C)-এর 𝟐𝟎𝟐𝟑 সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।

0.1 Min

𝑮𝒆𝒏𝒆𝒕𝒊𝒄 𝑷𝒊𝒐𝒏𝒆𝒆𝒓𝒔 𝑵𝒆𝒖𝒓𝒐𝑮𝒆𝒏 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉𝒄𝒂𝒓𝒆 𝑺𝒉𝒂𝒑𝒊𝒏𝒈 𝑻𝒐𝒎𝒐𝒓𝒓𝒐𝒘'𝒔 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉 𝑻𝒐𝒅𝒂𝒚! • নিউরোজেন হেলথকেয়ার, বিশেষ করে এর অন্তর্ভুক্ত জেনেটিক অ্যান্ড জিনোমিক...

ডিএমডি (DMD) শনাক্তে কয়টি টেস্ট করতে হবে? ডিএমডি ডিলেশন টেস্ট নেগেটিভ হওয়া মানে কি ডিএমডি নেই?

ডিএমডি (DMD) শনাক্তে কয়টি টেস্ট করতে হবে? ডিএমডি ডিলেশন টেস্ট নেগেটিভ হওয়া মানে কি ডিএমডি নেই?

0.23 Min

ডিএমডি (DMD) শনাক্তে কয়টি টেস্ট করতে হবে ? ডিএমডি ডিলেশন টেস্ট নেগেটিভ হওয়া মানে কি ডিএমডি নেই ? যারা ডিএমডি জেনেটিক টেস্ট এর রিপোর্ট নিয়ে confused...

জেনেটিকটেস্ট এর বিস্তারিত কোথায় জানবো ? জেনেটিক কাউন্সেলিং কি এবং কিভাবে সাহায্য করে ?

জেনেটিকটেস্ট এর বিস্তারিত কোথায় জানবো ? জেনেটিক কাউন্সেলিং কি এবং কিভাবে সাহায্য করে ?

0.16 Min

জেনেটিকটেস্ট এর বিস্তারিত কোথায় জানবো ?জেনেটিক কাউন্সেলিং কি এবং কিভাবে সাহায্য করে ?   ১। প্রথমত, আমরা জানি জেনেটিক রোগ গুলো হয় খুবই জটিল। একট...

'বাংলাদেশে ডুসেন মাস্কুলার ডিস্ট্রোফি (DMD) ও অন্যান্য পেশিজনিত জেনেটিক রোগের মিউটেশনাল স্পেকট্রাম নির্ণয় ও লক্ষণ পর্যালোচনা'

'বাংলাদেশে ডুসেন মাস্কুলার ডিস্ট্রোফি (DMD) ও অন্যান্য পেশিজনিত জেনেটিক রোগের মিউটেশনাল স্পেকট্রাম নির্ণয় ও লক্ষণ পর্যালোচনা'

0.44 Min

"Mutational spectrum and phenotypic variability of Duchenne Muscular Dystrophy and related disorders in a Bangladeshi population" টাইটেল: 'বাংলাদেশে...

‘Mutational spectrum and phenotypic variability of Duchenne muscular dystrophy and related disorders in a Bangladeshi population’

‘Mutational spectrum and phenotypic variability of Duchenne muscular dystrophy and related disorders in a Bangladeshi population’

0.79 Min

Our recent work on DMD titled: ‘Mutational spectrum and phenotypic variability of Duchenne muscular dystrophy and related disorders in a Banglad...

ইকথায়োসিস (Ichthyosis) কাকে বলে ? ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )

ইকথায়োসিস (Ichthyosis) কাকে বলে ? ( Tamannyat Binte Eshaque - Genetic Counselor )

0.4 Min

🟥বাংলাদেশে বর্তমানে Congenital Ichthyosis (ইকথায়োসিস) এ আক্রান্ত বেশ কিছু পরিবার দেখা যাচ্ছে যেখানে একই পরিবারে একের অধিক শিশুর এই রোগ রয়েছে।  মা...